সব রঙের জাহ্নবী সে
তাইতো শ্যামা কালো
মানস-কাচে ফেলে দেখো
চোখ জুড়ানো আলো।
কল্পনাতেও ওকে দেখি
এমন শক্তি দেয়নি বলে
খড়গ-জিহ্বা-মু-মালা,
মূর্তি-পূজার ঘটা চলে।
দুধের স্বাদ কি ঘোলে মেটে?
রূপ ঘেঁটে কি অরূপ জোটে?
চালাক বেটির ফাঁকিঝুকি
জানতে কিছু নেইকো বাকি!
রূপের মাঝে অরূপ হয়ে
কতকাল আর দিবি ফাঁকি?
বোকাটি আর নইকো আমি
তোর চালাকি বুঝে গেছি।
অরূপ শ্যামা ধরবো বলে
চমৎকার এক ফাঁদ পেতেছি।
পাঁচ দরজা বন্ধ হলো,
মনমোহন দেয় পাহাড়া
নেই ভেবে যেই উঁকি দেবে
ধ্যানের জালে পড়বে ধরা।
সব রঙের জাহ্নবী সে
তাইতো সে মা কালো
মানস-কাচে ফেলে দেখো
চোখজুড়ানো আলো।
৫ই এপ্রিল, ২০১০
levitra 20 mg online
Le Vrai Prix Du Kamagra
Dog Amoxicillin
Zithromax Tri Pak
azithromycin diarrhea
hydroxychloroquine 400 mg buy online
cialis online pharmacy
Side Effects To Amoxicillin In Babys kamagra chewable 100 mg canada Viagra Prix Vente