Scroll Top
19th Ave New York, NY 95822, USA

মৃগয়া

4075e1be3e080d5c1c7f3b004554125d

সব রঙের জাহ্নবী সে
তাইতো শ্যামা কালো
মানস-কাচে ফেলে দেখো
চোখ জুড়ানো আলো।

কল্পনাতেও ওকে দেখি
এমন শক্তি দেয়নি বলে
খড়গ-জিহ্বা-মু-মালা,
মূর্তি-পূজার ঘটা চলে।

দুধের স্বাদ কি ঘোলে মেটে?
রূপ ঘেঁটে কি অরূপ জোটে?
চালাক বেটির ফাঁকিঝুকি
জানতে কিছু নেইকো বাকি!

রূপের মাঝে অরূপ হয়ে
কতকাল আর দিবি ফাঁকি?
বোকাটি আর নইকো আমি
তোর চালাকি বুঝে গেছি।

অরূপ শ্যামা ধরবো বলে
চমৎকার এক ফাঁদ পেতেছি।
পাঁচ দরজা বন্ধ হলো,
মনমোহন দেয় পাহাড়া
নেই ভেবে যেই উঁকি দেবে
ধ্যানের জালে পড়বে ধরা।

সব রঙের জাহ্নবী সে
তাইতো সে মা কালো
মানস-কাচে ফেলে দেখো
চোখজুড়ানো আলো।

৫ই এপ্রিল, ২০১০

Comments (8)

Leave a comment