Scroll Top
19th Ave New York, NY 95822, USA

বিশ্বাসের রূপকথা

18myou0kz7ujejpg

বিশ্বাস করো, সৃষ্টির কর্তা মাত্র একজন!

বিশ্বাস করো, ঈশ্বর পৃথিবীতে অবতীর্ণ হন!

বিশ্বাস করো, সূর্যদেব আকাশে ছুটে বেড়ান বারো ঘোড়ার রথে!

বিশ্বাস করো, শান্তি পাবে, থাকো যদি ধর্মপথে!

বিশ্বাস করো, ঈশ্বর বসে থাকেন আকাশে এক সিংহাসনে!

বিশ্বাস করো, বিশ্রাম নিয়েছেন তিনি শনিবারে, জগৎ সৃষ্টি করে সাতদিনে!

বিশ্বাস করো, অন্তত একটি পুত্র আছে সৃষ্টিকর্তার!

বিশ্বাস করো, আমরা সবাই সন্তান বাবা আদম আর মা হাওয়ার!

বিশ্বাস করো, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে!

বিশ্বাস করো, পুণ্যবান যাবে স্বর্গে, আর পাপী যাবে নরকে!

বিশ্বাস করো, একটা কচ্ছপ তার পিঠে বহন করছে এই পৃথিবীকে!

বিশ্বাস করো, তোমার কষ্টের কারণ পুর্বজন্মের পাপ!

বিশ্বাস করো, নবীদের কাছে আসে আসমানী কিতাব!

বিশ্বাস করো, আত্মাগুলো অমর, অজর!

বিশ্বাস করো, মানুষের বিচার হবে মৃত্যুর পর!

বিশ্বাস করো, রেডিওর কথা ভেসে আসে ইথারে!

বিশ্বাস করো, এক কালো বিড়াল আছে অন্ধকারে!

বিশ্বাস কি করবো, রক্তের রঙ সবুজ?

বিশ্বাস কি করবো, আছে চতুষ্কোন কোনো ত্রিভূজ?

বিশ্বাস কি করবো, জলেরও আছে আকার?

বিশ্বাস কি করবো, পৃথিবীটা নয় গোলাকার?

বিশ্বাস করতে হয় না অসত্যকে।

বিশ্বাস যা করতে বাধ্য হই, তাও কি চিরদিন সত্য থাকে?

অন্ধকার থাকে না, জানালা খুলে দিলে।

অন্ধকার দূর হয়, আলো জ্বালাতে শিখলে।

কালো বিড়াল তখন নাওতো থাকতে পারে!

কোনো বিশ্বাসই কি টিকতে পারে জ্ঞান আর কালের বিচারে?

কচ্ছপ-বাহন পৃথিবী, ইথার, সূর্যদেবের পর

একদিন আরও কত কি রূপকথা হবে-

স্বর্গ, আত্মা, ঐশী গ্রন্থ, অথবা ঈশ্বর!

Related Posts

Comments (24)

https://buypropeciaon.com/ – propecia viagra combined

http://buyneurontine.com/ – gabapentin for dogs for sale

Prix Propecia Pas Cher

1447 Erectile Dysfunction And Pe

Leave a comment